• Sunday, December 22, 2024

চাঁপাইনবাবগঞ্জ সদরের বিএনপির সাংসদ হারুনকে গণসংবর্ধনা

  • May 05, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদকে নাগরিক গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে সদর থানা ও পৌর বিএনপির উদ্যোগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।

বিএনপি থেকে সদ্য শপথ নেওয়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ হারুনুর রশীদ বলেন, সরকার যদি আদালতে কোন হস্তক্ষেপ না করেন, তবে আগামীকালই খালেদা জিয়া মুক্তি পাবেন। তিনি অবিলম্বে খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেয়ার দাবি জানান। এছাড়াও তিনি চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি তোসিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন, বিএনপি নেতা আব্দুল বারেক প্রমূখ।