• Tuesday, December 3, 2024

চাঁপাইনবাবগঞ্জে মা দিবস পালিত

  • May 12, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে ‘বিশ্ব মা দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেলে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাশরুবা ফেরদৌস।

এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, বিশিষ্ট সমাজসেবী মার্জিনা হক, সাবেক ছাত্রনেতা মেসবাহুল সাকের জ্যোতি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতার।

এছাড়াও এ উপলক্ষে গোমস্তাপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর র‌্যালির আয়োজন করে।