• Saturday, November 23, 2024

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নসিমন-ভুটভুটি উল্টে নিহত ৩

  • May 15, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পিরাসন এলাকায় মঙ্গলবার রাতে ধান বোঝাই নসিমন-ভুটভুটি উল্টে ৩ কৃষি শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৮ জন কৃষি শ্রমিক। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের রাজ্জাকের ছেলে শহিদুল, আব্দুল মান্নানের ছেলে রাকিবআলী ও মনতাজ আলীর ছেলে মোজাফফর হোসেন।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাকৈল এলাকা থেকে ধান কেটে ফেরার পথে রাত ৯টার দিকে গোমস্তাপুরের পিরাসন এলাকায় ধান বোঝাই ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১ জন নিহত হয়। দুর্ঘটনার পর দ্রুত স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহত ১০ জনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা ২ জনকে মৃত ঘোষণা করে।

আহত ৮ জনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হচ্ছে, ধোবড়া গ্রামের মুকিম, পিয়ারুল, রবু, দুলাল, ওমর, আমিনুল, মান্নান ও সাদ্দাম।