• Sunday, May 19, 2024

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় নারীসহ দুইজনের মৃত্যুদণ্ড

  • Aug 12, 2018

Spread the love

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সেরিনা হত্যা মামলায় নারীসহ দুইজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ রায় দেন। একই মামলায় এক আসামী আবুল বাশারকে খালাস দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোহনবাগ মহল্লার মৃত কান্ত মন্ডলের ছেলে আব্দুল মান্নান ও একই উপজেলার শ্যামপুর চৌধুরীপাড়ার মৃত দাউদ আলীর মেয়ে মোসাঃ সুফিয়া বেগম। এর মধ্যে সুফিয়া বেগম পলাতক রয়েছেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর দিবাগত রাতের যে কোন সময় মোসা. সুফিয়া বেগমের সহায়তায় আব্দুল মান্নান সেরিনাকে শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদের ভিক্ষু মাষ্টারের আমবাগানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করার পর, স্বাসরোধ করে হত্যা করে এবং তার ওরনা গলায় পেচিয়ে আম গাছে ঝুলিয়ে রাখে।

নিহতের ছেলে আরিফ হোসেন বাদী হয়ে ১৫ সেপ্টেম্বর শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এই মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার এসআই লুৎফর রহমান ২০১৫ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।