চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবির একটি দল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে বাখেরআলী সীমান্তের ২৭/৫-এস নম্বর সীমান্ত পিলার এলাকা থেকে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার সদর উপজেলার সাদ্দামেরচর নামক স্থানে অভিযান চালায়।
এ সময় পদ্মা নদী দিয়ে একটি ডিঙ্গি নৌকা ভারতের দিক থেকে বাংলাদেশে প্রবেশ করে। টহল দলের উপস্থিতি টের পেয়ে নৌকার মাঝি নৌকা থেকে নদীতে লাফ দিয়ে ভারতের দিকে পালিয়ে যায়।
এ সময় তাকে আটকের জন্য ২ রাউন্ড গুলি ছোড়েন বিজিবি সদস্যরা। এতে নৌকাটি ছিদ্র হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পরে ডিঙ্গি নৌকাটি তল্লাশি করে মাছ ধরা জালের নিচে ব্যাগে লুকায়িত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো উদ্ধার করেন বিজিবি সদস্যরা। উদ্ধার করা অস্ত্র ও গুলির আনুমানিক মূল্য ১০ লাখ ৭ হাজার ২০০ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।