• Tuesday, December 3, 2024

মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধিজনদের সাথে নবাগত চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত

  • Aug 13, 2018

Share With

মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুধিজনদের সাথে নবাগত চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এই সময় তিনি বলেন, এখন থেকে আমি আপনি তে আমরা থাকব না, এখন থেকে আমরা সবাই এক হয়ে কাজ করব। তিনি সকলের কাছে জেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগিতা চান।

মুক্তিযোদ্ধা সাংবাদিক তসলিম উদ্দিন,  জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সিরাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক . চিত্রলেখা নাজনীন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দাউদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, জেলা চেম্বার কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান হানু মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.মাহবুবুল আলম, সিটি প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মো. সাজেদুল হক সাজু, সিটি প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম ইমন, সমাজসেবী শফিকুল আলম ভোতা, মনিম উদ-দৌলা চৌধুরী, এনামুল হক তুফান, অধ্যক্ষ এজাবুল হক বুলিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সুধিজনেরা উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।