• Tuesday, December 3, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৩ হাজার ইয়াবাসহ আটক ১

  • Aug 03, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৩ হাজার ২০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শেখটোলাজোতবিনোদ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। আটককৃত মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার উজিরপুরইউনিয়নের উত্তর উজিরপুরের কুতুবুল আলীর ছেলে মিলন আলী (২০)।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শেখটোলা জোতবিনোদগ্রামস্থ মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১৩হাজার ২’শ ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন, ২টি সীমকার্ডসহ মাদক ব্যবসায়ী মো. মিলন আলীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত মিলনের বিরুদ্ধে মামলাদায়ের পর শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদকব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।