• Tuesday, December 3, 2024

চাঁপাইনবাবগঞ্জে ৫৬০ বস্তা চালসহ চেয়ারম্যান ও আ’লীগ নেতা আটক

  • Sep 19, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলামের বাড়ি হতে ১০ টাকা কেজি চালের ৫’শ ৬০ বস্তা চালসহ ডিলার ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জয়ার্জ ও ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির-উজ-জামানের নেতৃত্বে বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু গ্রামে চেয়ারম্যানের বাড়ি হতে এক অভিযানে এসব চাল উদ্ধার করা হয় ও তাদেরকে আটক করা হয়।

এমনকি এর আগে বিতরণ করা চাল দেয়ার যে তালিকা পাওয়া গেছে সেখানেও বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে।

রাতের অভিযানে বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশীপুরে যে গোডাউন রয়েছে, সেখানে কোন চাল পাওয়া যায়নি।

সদর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. জিয়াউর রহমান পিপিএম বলেন, দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে এবং আদালতে প্রেরন করা হয়েছে।