• Tuesday, December 3, 2024

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ইয়াবাসহ আটক ২

  • Sep 19, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ১৭৬০ পিস ইয়াবাসহ চালক ও তার সহকারীকে আটক করেছে বিজিবি।

বুধবার রাতে সোনামসজিদ স্থলবন্দরের পানামা ইয়াডের ভেতরে ৫নং গেটের কাছ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভারতের মালদহ জেলার রামগলী এলাকার মৃত সুধির ঘোষের ছেলে শ্রী কমল ঘোষ (২০) ও একই জেলার ফুলবাড়ী এলাকার সৈবর শেখের ছেলে শুকুর উদ্দিন (১৮)।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালমারা বিওপির একটি টহল দল রাতে ওই এলাকায় পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাকে তল্লাশি চালায়।

এ সময় চালকের কেবিনে লুকিয়ে রাখা ১৭৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।

অবৈধ মাদকদ্রব্য পরিবহনের দায়ে ভারতীয় ট্রাকচালক শ্রী কমল ঘোষ ও তার সহকারী শুকুর উদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হবে।