উল্লেখ্য, নিহত সেলিমের বাবার বুদ্ধুও ২০০৮ সালে পদ্মার জলসীমায় অনুপ্রবেশকারী বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২
- Jan 09, 2020
স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ১৬/৬এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের এনামুল সরকারের পাড়া গ্রামের তোফজুল হকের ছেলে সেলিম রেজা (২৪) ও পাঁকা পোড়াপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে সুমন (২৩)। আহতরা হলেন সাকির ও দেলবর।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন বাংলাদেশি রাখাল সীমান্ত এলাকায় গেলে ৭৮ বিএসএফ চাঁদনীচক বিওপি’র সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই সেলিম রেজা ও সুমন মারা যান।
৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমান জানান, তিনিও বিষয়টি শুনেছেন। তবে নিহতদের পরিবার থেকে বিজিবিকে কিছু জানানো হয়নি।।
এ ঘটনায় সাকিব ও লালবর নামে আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।