প্রতিবন্ধী ও বয়স্কভাতার বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র
- May 11, 2020
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় নতুন প্রতিবন্ধী ও বয়স্কভাতার বই কার্যক্রমের উদ্বোধন করেছেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার নগর ভবনে ১৯নং ওয়ার্ডের বই বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় নতুন প্রতিবন্ধী ভাতা পাবেন ২১৬৭ জন, তারা প্রত্যেক জন ৬০০০ করে ১ কোটি ৮২ লাখ টাকা, এবং ১২৬০ জন বয়স্কভাতা পাবেন, যারা প্রত্যেকে ৬০০০ টাকা করে ৭৫ লাখ ৬০ হাজার। সকলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে ঈদুল ফিতরের আগেই নতুন তালিকাভোগী বয়স্কভাতা ও প্রতিবন্ধী ভাতা পাবেন।
বই বিতরণের সময় উপস্থিত ছিলেন রাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরিফ উদ্দিন, ১৯ নং ওয়ার্ড কাইন্সিলর তৌহিদুল হক সুমন, সমাজসেবা অধিদপ্তরে উপ-পরিচালক হাসিনা মমতাজ, শহর সমাজ সেবা কর্মকত আেশিকুজ্জামান আশিক, শাহমখদুম থানা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ আক্তারুল আলম।