• Tuesday, December 3, 2024

শিবগঞ্জে ৯শ’ পরিবারে ঈদসামগ্রী দিলেন ডা. শিমুল এমপি

  • May 19, 2020

Share With
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া মানুষের দুর্ভোগ লাঘবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬৫০ পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। শিবগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড চৌধুরীপাড়া প্রাঙ্গণে এলাকার কর্মহীন পরিবারের  প্রত্যেককে ৩ কেজি চাল, আড়াই কেজি আটা, দেড় কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রশান্ত সাহা, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজু, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান, ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমানসহ অন্যরা। এর আগে শিবগঞ্জ ঠিকাদার সমিতি প্রাঙ্গণে ২৫০ পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য ডা. শিমুল।