• Tuesday, December 3, 2024

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  • Feb 21, 2024

Share With

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে, যথাযোগ্য মর্যাদায় মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একে এম গালিব খাঁন  ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান।

পরে সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।