চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়
- Aug 24, 2024
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট-ও-ইলেকট্রনিক- মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি হোটেলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির, নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম বুলবুল।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এখন দেশের সংস্কার কাজ চলছে। আমরা দীর্ঘদিন পর কথা বলতে পারছি, এর প্রধান কৃতিত্ব ছাত্রসামজের। এই স্বাধীনতা নিয়ে কোনো স্বার্থান্বেষী মহল যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জামায়াতের আমিরের নেতৃত্বে আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছি, হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছি, আমরা সারাদেশে মন্দির, প্যাগোডাসহ সংখ্যালঘুদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছি। দুষ্কৃতিকারীদের হাত থেকে মানুষের জান মাল রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। কেউ যদি জামায়াত বা শিবিরের নাম করে অন্যায় কোনো কাজ করে তাহলে তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, জামায়াত কিংবা শিবিরের কর্মীরা কোনো ধরনের অন্যায় কাজ করে না, করতে পারে না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমির আবুজার গিফারী, জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সহসেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুখলেসুর রহমান, সহসেক্রেটারি আবুল হাসান, জামায়াতে ইসলামির সদর উপজেলা শাখার আমির আব্দুল আলিম, পৌর শাখার আমির গোলাম রাব্বানী, ছাত্র শিবির শহর শাখার সভাপতি ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জামায়াত নেতা বুলবুল বলেন- আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে হলেও আওয়ামী লীগ সরকারের আমলে মামলা ও গ্রেপ্তার এড়াতে আমি এখানে এসে আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি।
তিনি বলেন, আমি ২০১৮ সালের সদর আসনে নির্বাচন করেছিলাম। পরবর্তী নির্বাচনে আমি নির্বাচন করব কি না তা আমার দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।