• Tuesday, December 3, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে অস্ত্র বিস্ফোরকসহ দুইজন আটক

  • Aug 29, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের সাতরশিয়া গ্রামের একটি বাড়িতে তল্লাশী চালিয়ে ৪ টি বিদেশি পিস্তুল, ৪ টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১০টি পেট্রোলবোমা ও ১০টি জিহাদীবই উদ্ধার করা হয়েছে।

 বুধবার ভোর ৫টার সময় এ অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি।
আটককৃতরা হলো, উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মৃত. সাত্তার বিশ্বাসের দুই ছেলে শওকাত আলী ও লোকমান হোসেন।

৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ আলী বুধবার বেলা ১১টায় গণমাধ্যমের সামনে প্রেসব্রিফিংকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি’র চৌকা বিওপি’র একটি দল ভোর ৫টার সময় সাতরশিয়া গ্রামের মৃত.সাত্তার বিশ্বাসের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় ওই বাড়ি থেকে এসব অবৈধ আগ্নেয়াস্ত্র, পেট্রোলবোমা ও জিহাদী বই উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।