• Tuesday, October 22, 2024

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের বৈষম্যহীন, নিরাপদ-মানবিক দেশ গড়া শীর্ষক মতবিনিময় সভা

  • Sep 21, 2024

Share With

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস ও কেন্দ্রীয় বিএনপির নেতা হারুনুর রশীদ বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছে। গত ১৫ বছরে দেশজুড়ে যে বৈষম্য হয়েছে, সন্ত্রাস, লুটপাট হয়েছে তার বিচার আমরা করব।

তিনি বলেন, যারা গুমের শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, আমরা তার প্রতিকার করব। তা বাস্তবায়ন করতে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তোলা যাবে না। আমরা আওয়ামী লীগ সরকারের গুম, হত্যা, মিথ্যা মামলার বিষয়ে সবকিছুই জানি। তবুও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে।

খুনিদের মাফ করা হবে না নাই উল্লেখ করে তিনি বলেন, আমরা নিজেরা যেমন অন্যায় করব না, তেমনি অন্যায় সহ্যও করব না। কিন্তু গত ১৫ বছর যারা দেশে দুঃশাসন চালিয়েছি, আমরা এত সহজে তাদেরকে ভুলব না। এতো সহজে মাফ করব না। দেশের অর্থনীতি গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে, পাখির মতো গুলি করেছে, তাদেরকে বিনা বিচারে মাফ করা যাবে না। তবে বিগত সরকারের সময়ে যেমন ঝুলুম-নির্যাতন করা হয়েছে, আমরা তেমন নিরপরাধ কোন মানুষকে হয়রানি করব না।

তিনি বলেন, গত ১৫ বছরে প্রশাসনসহ সরকারি বিভিন্ন দফতরে যারা অনিয়ম-দুর্নীতি করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কারণ চোরের সহযোগীও চোর। আওয়ামী লীগ পালিয়েছে, কিন্তু প্রশাসনে তাদের দোসররা এখনও দেশে রয়েছে। তাদেরকে চাকুরি থেকে বহিষ্কার করতে হবে। যতক্ষণ না তাদেরকে সরানো হবে, ততক্ষণ শৃঙ্খলা ফিরো আসবে না।

জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা মো. নজরুল ইসলাম। মতবিনিময় সভার প্রধান বক্তা ছিলেন, জেলা আইনজীবী সভাপতি অ্যাডভোকেট সোলাইমান বিশু। মতবিনিময় সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।