চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সাথে সচেতন নাগরিক কমিটি মত বিনিময়
- Sep 05, 2018
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সাথে সচেতন নাগরিক কমিটির (সনাক) মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। তিনি টিআইবি’র কায়ক্রম পরিচালনা এবং তথ্য জানার অধিকার দিবস উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে সনাক চাঁপাইনবাবগঞ্জ এর দুর্নীতিবিরোধী কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার। সনাকের শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, ভূমি, জলবায়ু অর্থায়নে সুশাসন, দক্ষতাবৃদ্ধি ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তুলে ধরা হয়।
এছাড়াও এই সভায় আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক আলোচনা করা হয়। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে ২৮ সেপ্টেম্বর র্যালি ও আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এনজিওসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহনের বিষয়েও আলোচনা হয়।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপ–পরিচালক ড.চিত্রলেখা নাজনিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোখলেসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধান, কলেজ ও স্কুলে প্রতিনিধি, সনাক সভাপতি ও সদস্যবৃন্দ, টিআইবি কর্মকর্তা ও ইয়েস সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।