• Thursday, November 14, 2024

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরলেন আইজিপি

  • Nov 10, 2024

Share With

পুলিশ মহাপরিদর্শক (আইপিজি) ময়নুল ইসলাম যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে শনিবার রাতে দেশে ফিরেছেন।

আইজিপি সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, চীন, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক, কাতার এবং ইন্টারপোলের এইচআরএম বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সঙ্গে বাংলাদেশ পুলিশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের আমন্ত্রণে ৭ নভেম্বর যুক্তরাজ্যের বার্মিংহামের টালি হো পুলিশ ট্রেনিং কলেজ পরিদর্শন করেন আইজিপি।

আইজিপি টালি হো পৌঁছালে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের চিফ কনস্টেবল ক্রেইগ গিল্ডফোর্ড এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার, পুলিশ ক্রাইম কমিশনার সাইমন ফস্টার উপস্থিত ছিলেন। আইজিপি সেখানে টেনিস কোর্ট এলাকায় প্যারেড অনুষ্ঠান দেখেন এবং উপস্থিত পুলিশ প্রশিক্ষণার্থীদের পরিদর্শন করেন।

উল্লেখ্য, ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে চার দিনব্যাপী (৪ থেকে ৭ নভেম্বর) ইন্টারপোল সম্মেলন গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়।