• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ রাবেয়া জুট মিল পরিদর্শন করলেন আব্দুল ওদুদ এমপি

  • Nov 02, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া এলাকায় ব্যক্তি মালিকানাধীন অগ্নিকান্ডে পুড়ে যাওয়া রাবেয়া জুট মিল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সফল এমপি আব্দুল ওদুদ।

আব্দুল ওদুদ এমপি মিলটির পুড়ে যাওয়া বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে সমবেদনা জানান।  এমপি ওদুদ ক্ষতি পুশিয়ে নিতে সবরকম সহায়তা করবেন বলেও মালিক পক্ষের লোকজনকে জানান।


আগুনে পুড়ে মিলটির ব্যাপক ক্ষতি হয়েছে। অগ্নিকা-ে হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি মালিক পক্ষের। রাবেয়া জুট মিলের মালিক রফিকুল ইসলাম জানান, পাটের তৈরি বস্তা, সুতলি ও মেশিনপত্র পুড়ে যায়। অগ্নিকা-ে ৬০ থেকে ৭০ কোটি টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলেও তিনি জানান। কী পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যবে পরবর্তীতে। মিলের শতাধিক কর্মীও এখন বেকার অবস্থায় রয়েছে।