• Saturday, December 21, 2024

বাংলাদেশের প্রতিটি জেলায় নির্মাণ হবে বেতার কেন্দ্র

  • Nov 01, 2018

Share With

-চাঁপাইনবাবগঞ্জে বর্তমান সরকারের উন্নয়নমূলক বিশেষ বহিরাঙ্গন অনুষ্ঠান –

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের আয়োজনে বর্তমান সরকারের উন্নয়নমূলক বিশেষ বহিরাঙ্গন অনুষ্ঠান উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মহানন্দা নদীর পাশে বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্কে রাজশাহী বেতারের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হাসান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. এ জেট এম নূরুল হক, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেড আলহাজ্ব মো. নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আবুল বাশার, বাংলাদেশ বেতার রাজশাহীর প্রকৌশল প্রধান ফারজানা আফরোজ, রাজশাহী বেতারের শরিফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, বারঘরিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাসের সালেক আহমেদ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান পিপিএম, দেনিক গৌড় বাংলা সম্পাদক ও প্রকাশক হাসিব হোসেন, আলাতুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান কামাল, বারঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ। এ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, বাংলাদশে বেতারের মো. শহীদুল হক সোহেল ও রুখসানা আখতার লাকী। পরে বেতার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আলোচনা সভায় বক্তারা জানান, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। বেতারকে ঘরে ঘরে পৌঁছে দিতে আজ এ বহিরাঙ্গন অনুষ্টানের আয়োজন করা হয়। বক্তারা আরো বলেন, বর্তমানে ১২০ টি উপজেলাতে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে। ৮০ টি উপজেলার কাজ চলছে। ৭ টি নির্মাণ চলছে ও ২ টি ইউনিয়নের ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ বেতার সরকারের উন্নয়ন কর্মকান্ড, বিভিন্ন উদ্যোগ, দিন বদলের পালা, সন্ত্রাস, মাদক বিরুদ্ধে সচেতনতা প্রচার করছে।

বেতারের মাধ্যমে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সোচ্চার করা হচ্ছে। বক্তারা আরো জানান, বর্তমান সরকার প্রতিটি জেলাতে বাংলাদেশ বেতার কেন্দ্র নির্মাণ করবে। সে লক্ষে এরি মধ্যে ২ টি জেলায় বেতার কেন্দ্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। ২ টি জেলায় বেতার কেন্দ্র উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।