• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে ১৬ বাংলাদেশী গরুর রাখাল আটক

  • Nov 03, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ১৬ জন বাংলাদেশী গরুর রাখালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে তাদের আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৩ ব্যাটালিয়নের অধীনস্থ বাখের আলী বিওপির একটি টহল দল হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ২৭/৭-এস হতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তর অভিযান চালায়।

সেখান দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ১৬ জন বাংলাদেশী গরুর রাখালকে আটক করা হয়। আটককৃতরা হল-খোরশেদ মৌলভী গ্রামের গাজীর ছেলে মো. সজিব (১৯), আইয়ুব বিশ্বাস গ্রামের মো. মাইনুলের ছেলে মো. মিজানুর রহমান (২৫), একই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মো. আজিজুল হক (৩০), খোরশেদ মৌলভী গ্রামের মো. মানিদুল ইসলামের ছেলে মো. আজিজুল হক (২০), নামো জগনাথপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মো. শরিফ উদ্দিন (৩১), আইয়ুব বিশ্বাস গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. সোহাব (১৮), মো. খায়রুল ইসলামের ছেলে মো. লিটন (২৫)।

মো. আলমের ছেলে মো. রনি (২৪), মো. জুয়েতের ছেলে মো. মজিবুর রহমান (৩২), নামো জগনাথপুর গ্রামের আব্দুল গনির ছেলে মো. জেনারুল ইসলাম (৪৫), চররশিয়া খোরশেদ মন্ডল গ্রামের বাসিরের ছেলে মো. রাকিব মিয়া (২৫), উত্তর ফতেপুর গ্রামের মো. আনিছ হোসেনের ছেলে মো. রোহান হোসেন (২৩), মো. আহসান ইসলামের ছেলে মো. মানারুল ইসলাম (৪৩), দোভাগী গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. জুয়েল রানা (২৩), পন্ডিত পাড়া গ্রামের মোজাম্মেল আলীর ছেলে মো. রাকিব (৩২) ও নামো জগনাথপুর গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (২৫)। আটককৃতরা জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তাদেরকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।