• Friday, March 29, 2024

চাঁপাইনবাবগঞ্জের ৪ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

  • Mar 24, 2019

পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। রোববার (২৪ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। তবে কিছু কিছু কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

সকাল ৮টার পর শিবগঞ্জ উপজেলার জালমাছমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। এই উপজেলায় নৌকার মনোনীত প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের বাড়ি এই এলাকায় হওয়ায় ভোটার উপস্থিতি বেশি বলে জানান কর্মকর্তারা। তবে ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়সহ আশেপাশের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটার উপস্থিতি অত্যন্ত কম।

এদিকে নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলার অধিকাংশ ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি কম বলে জানা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ রিপোর্ট  লেখা পর্যন্ত চার উপজেলাতেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রসহ আশপাশের এলাকা গুলোতে টহল দিচ্ছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে চার উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।