• Friday, April 26, 2024

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় উন্নয়ন মেলায় স্থানীয় শিল্পীদের গান, নৃত্য, গম্ভীরা, ঝান্ডিগান ও ব্যান্ড সঙ্গীত পরিবেশন

  • Oct 06, 2018

ডি এম কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ গত বৃহস্পতিবার শুরু হয়ে গতকাল শনিবার শেষ হয়েছে। মেলার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম।

মেলায় প্রতিদিন সন্ধার পর মূল মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। একক সঙ্গীত, নৃত্য, দলীয় নৃত্য, গম্ভীরা, ঝান্ডি গান, দ্বৈত নৃত্য পরিবেশিত হয়। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে মেলা।

৩ দিনের মেলায় গম্ভীরা পরিবেশন করেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর বিচক্ষণ শিল্পীরা। এছাড়াও চাঁপাই গম্ভীরা দলের মাহবুব ও মানি রাহমানও গম্ভীরা পরিবেশন করেন। শেষ দিনে মেলায় একক গান পরিবেশন করেন, নিলিমা সাহা, সাদরুল ইসলাম তাজ, উত্তম দাস, শাহীন, লিটন, মিজান, বাবু। এরপর অনুষ্ঠিত হয় দলীয় নৃত্য। সাইফুল ইসলাম রানার পরিচালনায় নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। ঝান্ডি গান পরিবেশন করেন বটতলা হাটের মহানন্দা ঝান্ডি দল। এরপর দ্বৈত নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।

সবশেষে রাতে চাঁপাইনবাবগঞ্জের ব্যান্ড দল আফটার রেইন এর ভোকাল পারসন সার্জেন্ট আলিমসহ সদস্যরা বিভিন্ন গান পরিবেশনের মধ্য দিয়ে সমাপনি মেলায় আগত দর্শকদের মাতিয়ে রাখেন। এর আগে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ এবং মেলায় স্টলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ১ম, ২য় ও ৩য় কে পুরস্কৃত করা হয়।