• Thursday, April 25, 2024

চাঁপাইনবাবগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

  • Aug 24, 2019

চাঁপাইনবাবগঞ্জ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট চাঁপাইনবাবগঞ্জ শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সহযোগিতায় মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা শহরের শিবতলা কর্মকার পাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক কনক রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, সদর উপজেলা নির্বাহী অফিসার মো.আলমগীর হোসেন, বৃহত্তর রাজশাহী হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রাক্তন ট্রাস্টি শ্রীযুক্ত তপন কুমার সেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কুনাল মুখার্জী প্রমুখ।

আলোচনা শেষে নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এর আগে, একটি মঙ্গল শোভাযাত্রা চাঁপাইনবাবগঞ্জের শিবতলা মোড়, হাসপাতাল রোড়, বড় ইন্দারা মোড়, বঙ্গবন্ধু চত্বর হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।