• Thursday, April 25, 2024

চাঁপাইনবাবগঞ্জে গাঙচিল সাহিত্য পরিষদের লেখক সম্মেলন

  • Nov 09, 2018

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার সকালে গাঙচিল সাহিত্য পরিষদের চাঁপাইনবাবগঞ্জ শাখার ৯৫ তম লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের এন এম খান অডিটোরিয়ামে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন গাঙচিলের কেন্দ্রীয় অর্থ-পরিচালক সৈয়দ আশরাফ আলী।

গাঙচিল সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহা. ইব্রাহিমের সভাপতিত্বে সম্মেলনে অতিথি ছিলেন গাঙচিল কেন্দ্রেীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি খান আকতার হোসেন, গাঙচিল ঢাকা কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা আব্দুর রহমান, নবাবগঞ্জ সরকারী কলেজের উপাধ্যক্ষ শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারী কলেজের ইংরেজী বিভাগের প্রধান প্রফেসর অজিত কুমার রায়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো. সাইদুর রহমান, স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও গাঙচিলের প্রকাশনা সম্পাদক এনামুল হক তুফান, লেখক তৈমুর রহমান, মো. সাইদুর রহমানসহ অন্যরা। স্বাগত বক্তব্য দেন গাঙচিল সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার মোহা. আমিরুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কবি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ, মফিজুর রহমান জামাল, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, জেলা গাঙচিলের অর্থ সম্পাদক মো. শাহজাহান, সহ-সম্পাদক সাঈদ কামরুল, জেলা গাঙচিল সাহিত্য পরিষদের সদস্য ফারুক আহমদ, নওসাবাহ নওরীন নেহা, কবি গোলাম মর্ত্তুজা, মুর্শিদা আক্তার মিলি, সায়েরা খাতুন ফেন্সিসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও পার্শ্ববর্তী জেলার বিভিন্নস্থানের কবি, সাহিত্যিক ও লেখকগণ।

সম্মেলনে চাঁপাই গাঙচিল কন্ঠ, ইস্টেপ এগেইনেস্ট এসিড থ্রোয়িং, অন্যকিছু, জীবনের উপাখ্যান ও ধুন্ধুমার এই ৫ কাব্যগুন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া বিভিন্নকাজে অবদান রাখায় মোট ৯ জন কৃতি সন্তানকে সংবর্ধণা দেয়া হয়।