• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের নারায়নপুরে নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • Oct 03, 2018

Share With

 

স্টাফ রিপোর্টার :  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুরে মঙ্গলবার বিকেলে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ শিশু নাইমের মৃতদেহ উদ্ধার হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ২৫কিলোমিটার ভাটিতে দেবীনগর ইউনিয়নের হড়মা এলাকার পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করে স্থানীয়রা।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দীন হুদা জানান, বুধবার সকালে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হড়মা এলাকায় স্থানীয়রা নৌকা ডুবিতে নিখোঁজ নাইমের মরদেহ উদ্ধার করে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ধুলাউড়ি ঘাট হতে একটি নৌকা সুন্দরপুর ইউনিয়নের ৭নং বাধের দিকে যাওয়ার সময় ডুবে যায়। এসময় নৌকার সব যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠলেও নারায়নপুর এলাকার ৩২রশিয়া গ্রামের মেসের আলীর ছেলে নাইম (৩) ডুবে যায়। নৌকাটিতে প্রায় ২৫-৩০জন যাত্রী ছিল।