• Friday, January 24, 2025

শিবগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ ব্যক্তি

  • Oct 31, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে বুধবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে শিবগঞ্জের পলাশবাড়ী ও রানীবাড়ি চাঁদপুর থেকে ইয়াবা ও গাঁজাসহ ২ ব্যক্তিকে আটক করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য কার্যালয়ের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম এর নির্দেশনায় অফিসার মোস্তাফিজুরসহ সঙ্গীয় ফোর্স দুপুর ২ টার দিকে শিবগঞ্জ পলাশবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ৫৩ পিচ ইয়াবাসহ এলাকার কসিমদ্দিন এর ছেলে কানু ডাকাত (২৪) কে আটক করা হয়। তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

অপর আরেক অভিযানে বিকেল ৪ টার দিকে শিবগঞ্জ রানিবাড়ী চাঁদপুরে ৫০ গ্রাম গাঁজাসহ আলাউদ্দিনকে আটক করা হয়। আটককৃত আলাউদ্দিনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানা গেছে।