• Friday, January 24, 2025

গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক-৯

  • Oct 23, 2018

Share With

গোমস্তাপুর প্রতিনিধি : জেলার গোমস্তাপুরে বিশেষ অভিযানে ৩ মহিলাসহ ৯ জনকে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, রহনপুর ইউনিয়নের বংপুর গাছপুকুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে তফিজুল(৪২, পাথরপুজা গ্রামের চান মোহরের ছেলে হারুন(৪২), হারুনের স্ত্রী শিল্পী (৩২), রহনপুর পৌর এলাকার ধুলাউরি গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে শকুরুদ্দীন(৪৮), গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা কাঠার এলাকার মৃত নুরুল হকের মেয়ে মরিয়ম। নিয়মিত মামলায় রয়েছে আর ৪ জন।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, সোমবার রাতে উপজেলা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ৩ মহিলা মাদক ব্যবসায়ীসহ মোট ৯ জনকে আটক করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েে