• Tuesday, April 16, 2024

মেয়রের ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা দিয়েছে রাজশাহী কলেজের এইচএসসি ৮৫ ব্যাচ

  • May 12, 2020

করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বান সাড়া দিয়ে ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে রাজশাহী কলেজের এইচএসসি ৮৫ ব্যাচ। মঙ্গলবার দুপুরে নগর ভবনে মেয়রের নিকট অনুদানের অর্থ প্রদান করা হয়।

অনুদানের অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুখলেছুর রহমান, তৌহিদুল ইসলাম, হুমায়ুন মামুন, পিযুষ কান্তি কুন্ডু।

করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাদের আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বান সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।