• Monday, September 9, 2024

আজ বিকেলে রাজশাহী থেকে ছুটবে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’

  • Nov 02, 2018

Share With

আজ শুক্রবার বিকেল তিনটায় রাজশাহী থেকে ছেড়ে যাবে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’। এর আগে  সকাল ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জের গোবরা রেলস্টেশন থেকে ৭৮৩নং টুঙ্গিপাড়া এক্সপ্রেস ছেড়ে এসেছে। মাত্র ছয় ঘণ্টায় ট্রেনটি ২৫৬ কিলোমিটার যাত্রা করবে।

ট্রেনটি ঈশ্বরদী জংশন হয়ে দুপুর দেড়টার দিকে রাজশাহীতে পৌঁছাবে। আজ সকালে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের ম্যানেজার গোলাম মোস্তাফা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই ট্রেনটি সোমবার ও মঙ্গলবার বন্ধ থাকবে। শোভন চেয়ার টিকিটের মূ্ল্য প্রায় ৩০০ টাকা ও এসি ৫০০ টাকা। এছাড়া প্রতিদিন দুপুর দেড়টায় গোপালগঞ্জ থেকে রাজশাহী স্টেশনে ছেড়ে আসবে। আর রাজশাহী স্টেশন থেকে বিকেলে তিনটায় ছেড়ে যাবে।  ‍বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানিকভাবে  এর উদ্বোধন করেন।

জানা গেছে, রাজশাহী থেকে গোপালগঞ্জগামী ট্রেন আজ বিকেল তিনটায় প্রথম যাত্রা করবে। এসময় স্টেশনে উপস্থিত থাকবেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের  মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন৷scty