• Tuesday, April 16, 2024

মার্কিন-জাপানীর যৌথভাবে চিকিৎসায় নোবেল লাভ

  • Oct 01, 2018

এবছর চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল প্রাইজ পেলেন যুক্তরাষ্ট্রের জেমস পি এলিসন ও জাপানের তাসুকো হনজো।

সোমবার জুরিদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ক্যান্সার চিকিৎসা বৈপ্লবিক সাফল্য অর্জনের জন্য তাদের নোবেল মেডিসিন প্রাইজ ২০১৮ দেয়া হয়।
নোবেল এসেম্বলি জানায়, মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস নিয়ন্ত্রনের মাধ্যমে ক্যান্সার চিকিৎসা পদ্ধতি আবিস্কারের জন্য এই দু’জনকে সম্মানিত করা হয়।