• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে জাসদের মশাল মিছিল ও সমাবেশ

  • Oct 31, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে বুধবার সন্ধায় বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল জাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শহরের নিমতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্লাব সুপার মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মো. মোজাফর হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, শ্রমিক জোটের আহবায়ক সাজেমান আলী, নারী জোটের সভাপতি তৌহিদা হক কমলা।

সদর উপজেলা জাসদের সভাপতি আজহারুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক কামরুল হক বাবলু, পৌর সম্পাদক মো. তরিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ, নবাবগঞ্জ সরকারি কলেজের সভাপতি তসিকুল রেজা তনু ও সাধারণ সম্পাদক আসিফ ইয়াসিরসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।