• Saturday, January 11, 2025
  • 08:06:42 PM

চাঁপাইনবাবগঞ্জে মহাজোটের প্রার্থী হিসেবে মনিরের মনোনয়নপত্র উত্তোলন

  • Nov 11, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে মনিরুজ্জামান মনির মনোনয়নপত্র উত্তোলন করেছেন।  রবিবার বেলা ১১ টার দিকে রাজধানী ঢাকায় জাসদের মনোনয়ন বোর্ড থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন তিনি।  এ সময় জাসদের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পক্ষ থেকে মাঠে কাজ করার নির্দেশনা দেয়া হয়।  চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ১৪ দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন।