• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের প্রথম মনোনয়ন ফরম জমা দিলেন সাবেক এমপি জিয়া

  • Nov 09, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে সবার আগেই দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিলেন জেলার ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ জিয়াউর রহমান। তিনি আজ দুপুরে ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে এ ফরম উত্তোলন করেন।

সাবেক এমপি জিয়াউর রহমান জানান, আমার সময় আমার সংসদীয় আসনে জনগণের জন্য ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে। আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দল থেকে মনোনয়ন দিবেন বলে আমি আশাবাদী।

উল্লেক্ষ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়ন সংগ্রহের মাধ্যমে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে আজ সকাল ১০টা থেকে। শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ধানমণ্ডির আওয়ামী লীগের কার্যালয়ের নতুন ভবনে এ মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ফরম কিনেছেন আ স ম ফিরোজ। এর আগে বৃহস্পতিবার বিকালে ওবায়দুল কাদের বলেন, শুক্রবার সকাল ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে আটটি বুথে আট বিভাগের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদেরকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে সব তৎপরতা, গণসংযোগ ও সভা-সমাবেশ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। 

একই সঙ্গে তিনি নির্বাচনের কমিশনের আচরণবিধি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মেনে চলার নির্দেশনা দেন। তিনি বলেন, ফরম বিক্রি মনিটরিং করবেন বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এছাড়া তাদের সঙ্গে আরো কয়েকজন করে সদস্য থাকবেন। মনোনয়ন ফর্ম বিতরণের শেষ সময় জানানো হবে। গতবার মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থাকলেও এবার তা পাঁচ হাজার বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।

নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষনার পর থেকে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে  সারাদেশে । তারই ধারাবাহিকতায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে আওয়ামী লীগ। শুক্রবার (৯ নভেম্বর) দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের নতুন ভবনে আটটি বুথ থেকে আট বিভাগের প্রার্থীরা ফরম সংগ্রহ করছেন।নাচোল,গোমস্তাপুর,ভোলাহাট উপজেলার সব চাইতে জনপ্রিয় নেতা। মুঃ জিয়াউর রহমান-সাবেক এম,পি, -৪৪- চাঁপাই নবাবগঞ্জ-২. আজ   মনোনয়ন ফরম সংগ্রহ করেন  এবং তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন । এসময় তার সাথে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।