• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ শান্তি মোড়ে অটোরিকশা !! কর্তৃপক্ষ নজর দিন

  • Oct 30, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্র অন্যতম ব্যস্ত শান্তি মোড় থেকে বটতলাহাট পর্যন্ত রাস্তার মাঝে সড়কের সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে ডিভাইডার স্থাপন করা হয়েছে বেশ কিছুদিন আগে। এর মাঝে লোহার গ্রীলও বসানো হয়েছে, যেন কেউ এপার থেকে ওপার যেতে পারে। এটা করা হয়েছে যানবাহনের জানযটমুক্ত ও দুর্ঘটনা রোধে।

সবকিছু ঠিক থাকলেও সকাল থেকে রাত পর্যন্ত রাস্তার একপাশ দখল করে অটো রিকশা যাত্রী নেবার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে। যার কারণে ডিভাইডারের একপাশের রাস্তার অর্ধেকটা জায়গা সে সব অটো রিকশা দখলে রাখছে।

এ কারণে যানজট ও পথচারীদের চলাচলে মারাত্বক সমস্যার সৃষ্টি হচ্ছে। এলাকাবাসীসহ সচেতন মহল মনে করেন, অচিরেই যেন অটো মালিক সমিতি বিষয়টি ভেবে শান্তিমোড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখা অটোরিকশাগুলো যথাস্থানে দাঁড়ানোর ব্যবস্থা করবে।

মঙ্গলবার বিকেলে বৃহত্তর রাজশাহীর প্রতিচ্ছবি অন লাইন পত্রিকা দৈনিক আলোকিত চাঁপাইনবাবগঞ্জের বার্তা সম্পাদক ক্যামেরা বন্দি করেছেন।