• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে এবার বিজয় দিবস হবে পতাকা শোভিত

  • Nov 04, 2018

Share With

জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেছেন, এবার মহান বিজয় দিবস হবে পতাকা শোভিত। আপনারা প্রতিটি অফিসে বাড়িতে বাড়িতে নতুন পতাকা উড্ডয়ন করা হবে। এ জন্য যেসব দপ্তর, প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানে পুরাতন রংচটা পতাকা রয়েছে সেগুলো পরিবর্তন করে নতুন পতাকার ব্যবস্থা করতে হবে। সারা শহর জাতীয় পতাকায় উড্ডয়ন করে জাতির বীর সেনানীদের সম্মান জানাতে চাই।

রবিবার মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম সরকারি ও বেসরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তাদের বিজয় দিবসের অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত থেকে উদ্যাপনে অংশ নেওয়ার জন্য বলেন।

দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরী, মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেনসহ জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। সভায় বিজয় দিবস উপলক্ষে গতবছরের আদলেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়

-GB