• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ প্রার্থী আব্দুল ওদুদের মনোনয়নপত্র দাখিল

  • Nov 28, 2018

Share With

নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বুধবার। দলীয় মনোনয়ন পাওয়ার পর সারাদেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া শুরু করেছেন প্রার্থীরা।

চাঁপাইনবাবগঞ্জে সদর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয় দোয়ার পর নেতাকর্মীদের সাথে নিয়ে সকালে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।

এসময় তাঁর সাথে ছিলেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, জেলা স্বাচিপ সাধারণ সম্পাদক ডা. মো. গোলাম রাব্বানী, সাবেক ছাত্রনেতা সামিউল হক লিটন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান, জিপি এ্যাডভোকেট মো. যোবদুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মো.শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ।