• Saturday, December 21, 2024

নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ৩ মাদকসেবী গ্রেপ্তার

  • Nov 28, 2018

Share With

নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বুধবার নবাবগঞ্জ সরকারি কলেজে মাদক গাঁজা সেবনের অপরাধে ৩ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর মডেল থানার ওসি (অপারেশন) ইদ্রিশ আলী জানান, নবাবগঞ্জ সরকারি কলেজে প্রায় অভিযোগ আসে কলেজ চলাকালীন কিংবা বন্ধ থাকাকালীন কিছু বখাটে মাদক সেবন করে। এরি প্রেক্ষিতে গাঁজা সেবনরত অবস্থায় ৩ যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, পৌর এলাকা শাহীবাগের আল মামুনের ছেলে মেহেদী হাসান (২২), চরঅনুপনগর এলাকার নজমুল হকের ছেলে সামিন ইয়াসার (২০) ও রাজশাহী বাগমারা অচিন ঘাট এলাকার জেকের আলীর ছেলে ইব্রাহিম হোসেন (২২)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নবাবগঞ্জ সরকারি কলেজ, শাহনেয়ামতুল্লাহ কলেজ ও ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র বলেও জানান ওসি ইদ্রিস আলী। তিনি আরো জানান, পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা করেন।