• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণ কাজ ডিসেম্বরে শুরু

  • Oct 12, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার সকালে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙন এলাকা পিরদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা-৩-এর সিনিয়র সহকারী প্রধান আবু ইউসুফ মোহাম্মদ রাসেল। ভাঙন রোধে বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত নদীর তীর সংরক্ষণ বাঁধ ও বেড়ি বাঁধ মেরামত কাজের জন্য তিনি এ পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, আগামী ডিসেম্বরেই এ সব কাজ শুরু হবে বলে জানান তিনি। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে স্থানীয়ভাবে আয়োজিত এক সমাবেশেও বক্তব্য দেন আবু ইউসুফ মোহাম্মদ রাসেল। সমাবেশে বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। সমাবেশে সভাপতিত্ব করেন চরবাগডাঙ্গা ইউনয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর আলী।

ভাঙন এলাকা পরিদর্শনকালে আবু ইউসুফ মো. রাসেল, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, ৫৩ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শরিফুল আলম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মনিরুল ইসলামসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিসহ বিপুল সংখ্যক ভাঙন কবলিত এলাকার মানুষ উপস্থিত ছিলেন।

চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি হতে কাঁইড়া পাড়া পর্যন্ত ২ হাজার ৯ মিটার জুড়ে নতুন করে নদী তীর সংরক্ষণ, ৪ কি.মি. নদী তীর সংরক্ষণ বাঁধ ও ৮ কি.মি. বেড়িবাঁধ মেরামতের জন্য ২৫৭ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠাটিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে ২ হাজার ৯শ মিটার জুড়ে নতুন করে নদী তীর সংরক্ষণের জন্য ১৫৭ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। চরবাগডাঙ্গা ইউনিয়নের রোড পাড়া গ্রামে পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকাও পরিদর্শন করেন তারা।

এলাকার রোড পাড়া গ্রামটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এবারের ভাঙ্গনে হুমকির মুখে পড়ে বিজিবি ক্যাম্পসহ অন্যান্য স্থাপনা। এ অবস্থায় পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে কিছু এলাকার ভাঙন রোধ করে। সকলের এখন একটাই চাওয়া অচিরেই যেন কাজ শুরু হয়।