• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্নস্থানে আব্দুল ওদুদ এমপির নৌকার পক্ষে গণসংযোগ

  • Oct 13, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক :  শনিবার আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি, সুন্দরপুর, মহারাজপুর ও বারঘরিয়া ইউনিয়নের আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মহারাজপুরে সংসদ সদস্য আব্দুল ওদুদের চাতালে সকালে রানীহাটি ও সুন্দরপুর এবং বিকালে মহারাজপুর ও বারঘরিয়া ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় আগামী নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে একমাত্র আওয়ামী লীগ সরকার চরাঞ্চলের মানুষের জন্য শেখ হাসিনা সেতু, রাস্তাঘাট শহরের মতো উন্নত করেছে।  এ সময় তিনি ২৫০ শয্যার সদর আধুনিক হাসপাতাল নির্মাণসহ সদর উপজেলার উন্নয়ন চিত্র এবং আগামীতে তাঁর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তারা আগামী নির্বাচনে আব্দুল ওদুদের পাশে থাকার কথা বলেন।

মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।