• Friday, January 10, 2025
  • 05:51:59 PM

শিবগঞ্জে ডিবির পৃথক অভিযানে গ্রেপ্তার ২

  • Oct 13, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে ডিবির পৃথক অভিযানে মাদকসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ বাবুল উদ্দীন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৪ টার দিকে শিবগঞ্জ রানীবাড়ি চাঁদপুর বাজারে ২৪০ বোতল বাংলা মদসহ আব্দুল মজিদের ছেলে শান্তি (৪৬) কে গ্রেপ্তার করা হয়।


অপর অভিযানে বিকেল ৩ টার দিকে শিবগঞ্জের ত্রিমোহীনি বাজারে ফেন্সিডিল বিক্রি করা অবস্থায় ৮ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির ১৪ হাজার ৫০০ টাকাসহ রাতু মন্ডললের ছেলে মুসা (৩৬) কে গ্রেপ্তার করা হয়।
এ ২টি ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান অফিসার ইনচার্জ বাবুল উদ্দীন সরদার।