• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বীট-খাটাল স্থাপনে চোরাচালান, মাদক, অস্ত্র, হুন্ডি, অর্থ-মুদ্রা পাচার বাড়ছে : পুলিশ সুপার মোজাহিদুল

  • Oct 14, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম বলেছেন, সীমান্তে বীট-খাটালের নামে সীমান্তের চোরাচালান, মাদক, অস্ত্র, হুন্ডি, অর্থ-মুদ্রা পাচার অপদ্রব্য বেড়ে যাচ্ছে। তিনি আরো বলেন, সীমান্ত দিয়ে যে সব মাদক, অস্ত্র ও হুন্ডি এবং অর্থ পাচার হচ্ছে তার একটি মাত্র কারণ সীমান্তে বীট-খাটাল স্থাপন।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কতা বলেন। পুলিশ সুপার আরো বলেন, সীমান্তে যতদিন বীট-খাটাল থাকবে ততদিন এসব অবৈধ মাদক, অস্ত্র ও হুন্ডি এবং অর্থ পাচার বন্ধ হবে না।

তিনি বলেন, বীট-খাটাল দেখিয়ে সীমান্তে চোরাই পথে গরু আসছে। এতে সরকার কিছু রাজস্ব আদায় হলেও গরুর লেজের সাথেও অস্ত্র চলে আসছে বাংলাদেশে। এতে চোরাকারবারী ব্যবসা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে উঠছে না। পুলিশ সুপার বলেন, আসন্ন দূর্গোৎসবে মাদকের ছড়াছড়ি হতে পারে। এজন্য জেলা পুলিশ সক্রিয় থাকবে যেনো মাদকের উৎপাত না বাড়ে। তিনি বলেন, যারা পূজা মন্ডপে দায়িত্বে থাকবেন আপনারা সজাগ থাকুন। মাদক সেবন করে যে ব্যক্তি মন্ডপে প্রবেশ করবে তাকে মন্ডপ থেকে বের করে দিবেন। মাদক সেবন করে ধর্মীয় প্রতিষ্ঠানে পবিত্রতা নষ্টকারীদের আশ্রয় দিবেন না।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক। সভায় আরো বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. খায়রুল আতাতুর্ক, চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সালাহ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, এন.এস.আই’র উপ-পরিচালক আলহাজ্ব মো. শামসুজ্জোহা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সমাজ সেবক মনিম উদ দৌলা চৌধূরী, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসা. মার্জিনা হক, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, জেলা বাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব এ্যাড. এফ.কে লুৎফর রহমান ফিরোজ, জেলা ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমানসহ অন্যরা।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসরুবা ফেরদৌস, চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি’র অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর এখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলহাজ্ব মুঞ্জুরুল হুদা, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হক, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আনিসুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সাহিদা আখতার, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম, জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউর করিম বাবু, জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান, গৌরি চন্দ্র সিতু সহ অন্যরা।

সভায় শহরে যেখানে সেখানে, যখন তখন গরুর উপদ্রব চলছে এবং বিভিন্ন গাছ-পালা ধ্বংসসহ শহরের পরিবেশ নষ্ট করছে। কাজেই এসব গরুর উপদ্রব থেকে শহরবাসীকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়রকে দায়িত্ব প্রদান করা হয়। সভায় মহানন্দা নদী বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।