• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ১৫ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা

  • Oct 17, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ১৫ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চলমান মাদকবিরোধী অভিযানে বুধবার বেলা ১১ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মাদক সেবনের স্পটে অভিযান চালিয়ে ১৫ জন মাদকসেবীকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দলের সদস্যরা এসব অভিযান চালায়।

পরে ভ্রাম্যমান আদালতের বিচারক নিবার্হী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূইয়া ও খাদিজা বেগম আসামীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেন। জরিমানাকৃত টাকা তাৎক্ষণিক আদায় করে সরকারী কোষাগারে জমা করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করা হয়। র‌্যাবের মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়।