• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী রেঞ্জের এডিশনাল ডিআইজির পূজা মন্ডপ পরিদর্শন

  • Oct 17, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের  এডিশনাল ডিআইজি মো. নিশারুল আরিফ।

বুধবার সন্ধ্যায় তিনি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং নিরাপত্তার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি পুলিশ ও আনসার সদস্যদের সজাগ থেকে দায়িত্ব পালন করার আহবান জানান।

পরিদর্শনকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, সদর থানার অফিসার ইন চার্জ জিয়াউর রহমান পিপিএম, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী বাবুল কুমার ঘোষ, কনক রঞ্জন দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।