• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে নবনির্মিত সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও সম্মেলন কেন্দ্র উদ্বোধন করলেন এমপি ওদুদ

  • Oct 18, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও সম্মেলন কেন্দ্র উদ্বোধন করেছেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

নব নির্মিত ভবন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত ২০১৬ সালের ১৩ নভেম্বর এ দুটি ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি। জিওবির অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আব্দুল ওদুদ এমপি

উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনিসুর রহমান মন্ডল, নির্বাহী প্রকৌশলী আ. ন. ম ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান।

বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য আব্দুল ওদুদ

এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এজাবুল হক বুলি, সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান পিপিএম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠণের নেতাকর্মীবৃন্দসহ সূধী মহলও উপস্থিত ছিলেন।
৪ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ও সম্মেলন কেন্দ্র নির্মাণে চুক্তিমূল্য ধরা হয় প্রায় সাড়ে ৩ কোটি টাকা।