• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও এমপি ওদুদের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

  • Oct 19, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার হুজরাপুর, শিবতলা, সদর উপজেলার বারঘরিয়া বাইস পুতুল, মহারাজপুর, রামচন্দ্রপুরহাট এলাকার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন এবং হিন্দু সমাজের বিভিন্ন লোকজনের সাথে মতবিনিময় করেন।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মনিরুল ইসলাম।

রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন আলী, বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আজিমুল আহসান রিমন, জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেলসহ সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের একাধীক নেতাকর্মীগণ।