• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল

  • Oct 21, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে রবিবার সকালে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও ২১ শে আগস্ট বোমা হামলা মামলায় ফরমায়েসী রায়ের প্রতিবাদে কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁপাইনবাবগঞ্জ। সকালে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠণের ২ শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে কালো পতাকা মিছিলটি বের হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেড মো. রফিকুল ইসলাম টিপু, জেলা যুব দলের সাবেক সভাপতি ওবাইয়েদ পাঠান, যুব দলের সভাপতি মো. তবিউল ইসলাম তারিফ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তজা, স্বেচ্ছা সেবক দলের সাধারণ স্পাদক এইচ এম এম জামান বাচ্চু, শ্রমীক দলের সভাপতি আব্দুস সালাম, চাঁপাইনবাবগঞ্জ ছাত্র দলের সহ-সভাপতি অঙ্গন পাঠান প্রমুখ। মিছিলটি শহরের ফুড অফিস মোড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বাতেন খাঁর মোড়ে এসে শেষ হয়।