• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে তথ্য মেলার দ্বিতীয় দিনে সাংস্কুতিক অনুষ্ঠানে মুগ্ধ দর্শক

  • Oct 21, 2018

Share With

ডি এম কপোত নবী : তথ্যের অধিকার, তথ্যই শক্তি, সুশাসনের হাতিয়ার, দুর্নীতি থেকে মুক্তি এমন শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিনের তথ্য মেলা শুরু চলছে।

মেলার দ্বিতীয় দিন রবিবার বিকেল পৌনে ৫ টায় অতিথিবৃন্দ ও সভাপতি আসন গ্রহণ করেন। এরপর সূচনা বক্তব্য দেন, সনাকের সভাপতি সাইফুল ইসলাম রেজা। ৫ টায় শুরু হয় স্বাস্থ্য বিভাগের সেবা প্রদানকারী কর্তৃপক্ষ ও সেবা গ্রহীতাগণদের সাথে প্রশ্নোত্তর পর্ব। সাড়ে ৫ টায় অনুভূতি প্রকাশ করেন, সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মুহা. খায়রুল আতাতুর্ক। মাগরিবের নামাজের বিরতির পর পাসপোর্ট ও বিআরটিএ অফিসের সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়।
এশার নামাজের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রথমেই দলীয় নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। এরপর মঞ্চে আসে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রয়াস ফোক থিয়েটার ইন্সটিটিউট। প্রয়াস ফোকের শিল্পীরা ঐতীহ্যবাহী গম্ভীরা পরিবেশন করেন। নারী কর্মীদের উপস্থাপনায় গম্ভীরা দেখতে আগত দর্শক উৎসাহ নিয়ে উপভোগ করেন।

সব শেষে সংগীত পরিবেশন করেন, অঞ্জনা দাস, এ্যাড. আলী আওয়াল বাউল, মো. খাবির উদ্দিন, নূরুন্নাহার আক্তার, সাদরুল ইসলাম তাজ, আবু রিত্তিকা কনা, মনিষা পারভনি শিল্পী। তথ্য মেলা সোমবার পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হবে।

দিত্বীয় দিনের অনুষ্ঠান জুড়ে সঞ্চালনা করেছেন, গোলাম ফারুক মিথুন, উম্মে সালমা হ্যাপি, মো. আমিনুল হক আবীর।