• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণ

  • Oct 21, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টায় শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন, আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্বের মাধ্যমে এ প্রচারপত্র বিতরণ করা হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম। এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মার্জিনা হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, উপ-প্রচার সম্পাদক আয়াত নূর ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেড ইয়াসমিন সুলতানা রুমা ও সাধারণ সম্পাদক সান্তনা হকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকুন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করুন এ স্লোগানকে
সামনে রেখে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে আব্দুল ওদুদ এমপি প্রচারপত্রগুলো যথা সময়ে গণ মানুষের মাঝে বিতরণের জন্য সংশ্লিষ্ট সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।