• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে বাংলা মদের সম্রাট মণা ঠাকুর কারাগারে

  • Oct 22, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে সোমবার বাংলা মদের সম্রাট মণা ঠাঁকুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালতের বিচারক।
তাকে জি আর ৬৩০/১৮(নবাব) ও ৬৮৫/১৮(শিব) ২ মামলায় জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ আদালতের বিচারক।


চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি অপারেশন ইদ্রিস আলী জানান, আতাহার বুলনপুর এলাকায় বাংলা মদের স¤্রাট মনা ঠাকুরকে বিজ্ঞ আদালতের বিচারক জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

তার বিরুদ্ধে আনিত মামলা তদন্ত সাপেক্ষ আদালতের মাধ্যমেই বিচার কাজ চলবে।